সারাদেশ
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় তরুণ প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় তরুণ প্রকৌশলীর মৃত্যু
কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান-দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলে প্রাণ হারান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তুলাতলী হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।