ফের ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হলেন তাহসান
বিনোদন
ফের ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হলেন তাহসান
ফের জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। টানা কয়েক বছর শরণার্থীদের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) শরণার্থীদের সঙ্গে আরও দুই বছর কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
এ প্রসঙ্গে তাহসান বলেন, ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে মানবতার জন্য কণ্ঠস্বর হিসেবে কাজ করা একটি সম্মানের বিষয়। আমি এটা ভেবে আনন্দিত যে সামনের দিনগুলোতে শরণার্থীদের জন্য আমার কাজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, আমি আশা করি, ইউএনএইচসিআরের সঙ্গে কাজের মাধ্যমে আমি শরণার্থীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় জনগণ ও শরণার্থীদের মধ্যে সম্প্রীতি আনতে একটি বড় ভূমিকা রাখতে পারব। 
বিনোদনঢালিউডজাতিসংঘ
আরো পড়ুন