মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা জানালেন শিক্ষামন্ত্রী
জাতীয়
মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বর্তমানে দেশে মাধ্যমিক পর্যায়ের ২০ হাজার ৩১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
শিক্ষামন্ত্রী বলেন, ২০ হাজার ৩১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) দুই হাজার ৫৭টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ১৬ হাজার ৫১৬টি এবং স্কুল অ্যান্ড কলেজ এক হাজার ৪৪৩টি। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ৩৫৫টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও বিদ্যালয় সরকারিকরণ করার কার্যক্রম চলমান রয়েছে।
জাতীয়শিক্ষাসংসদসরকার
আরো পড়ুন