৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল নভেম্বরে
শিক্ষা
৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল নভেম্বরে
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপর নভেম্বরে চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। পিএসসি সূত্র জানায়, বর্তমানে পাঁচ হাজার ২৮ জন সাধারণ ক্যাডার প্রার্থীর মৌখিক পরীক্ষা চলছে। এরপর টেকনিক্যাল বা কারিগরি ক্যাডারের প্রার্থীদের পরীক্ষা হবে। উভয় ক্যাডারের চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে একেবারে শেষে। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলতি বছরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ করব। তবে এখনই দিন-তারিখ বলা সম্ভব নয়। এটা ফলপ্রত্যাশীসহ সবার মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি করে। এটুকু বলতে পারি- নভেম্বরই আমাদের টার্গেট। হয়তো ওই মাসের মধ্যে হয়ে যাবে।

এর আগে, গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন। এরপর গত জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ২০ আগস্ট ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। এরপর গত ২ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন নিয়োগ পাবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। 
শিক্ষা
আরো পড়ুন