অর্থনীতি
সর্বজনীন পেনশন স্কিম: এক মাসে ১৩ হাজার নিবন্ধন
দেশে প্রথমবারের মতো সরকারিভাবে চালু করা সর্বজনীন পেনশন স্কিমের এক মাস পূর্ণ হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত পেনশন স্কিমের আওতায় এসেছেন ১২ হাজার ৯৭০ জন, যাঁরা হিসাব (অ্যাকাউন্ট) খুলে চাঁদা পরিশোধ করেছেন। এ সময় টাকা জমা পড়েছে সাত কোটি ৬৭ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিম চালুর লক্ষ্যে জাতীয় সংসদ কর্তৃক ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করা হয়। গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরই সবার জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত করা হয়। পেনশন স্কিমে নিবন্ধনের সংখ্যা আরো অনেক বেশি বলে জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা।