বিংশ শতাব্দীর সেরা কাতার বিশ্বকাপ: বিবিসি
খেলাধুলা
বিংশ শতাব্দীর সেরা কাতার বিশ্বকাপ: বিবিসি
শুরুর দিকে নানা বিষয় নিয়ে সমালোচনা আর প্রশ্নের মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপ। সকল বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ জমকালোভাবে বিশ্বকাপ উপহার দিয়েছিল দেশটি। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
বিবিসির জরিপে গত ১০০ বছরের বিশ্বকাপ আয়োজনের ইতিহাসে সেরা বিশ্বকাপ হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ। এর আগেও, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো কাতার বিশ্বকাপকে সর্বকালের সেরা বলেও আখ্যায়িত করেছিলেন। বিবিসির ওই জরিপে ৭৮ শতাংশ ভোট পেয়েছে কাতার বিশ্বকাপ। এ জরিপে ৬ শতাংশ ভোট পেয়ে শতাব্দীর সেরা বিশ্বকাপগুলোর তালিকায় দ্বিতীয় হয়েছে ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ। আর ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। ৪ শতাংশ ভোট পেয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে ২০০৬ জার্মানি ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। আর পঞ্চম স্থানে থাকা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পেয়েছেন ৩ শতাংশ ভোট। বিশ্বকাপ আয়োজনের আগে থেকেই নানা আলোচনার জন্ম দিয়েছে কাতার। বিশ্বকাপে সমকামিতার অধিকার, বিদেশি শ্রমিকদের মৃত্যু, খেলার মাঠে বিয়ার বিক্রি নিষিদ্ধ, পোশাক-আশাকের সীমা নির্ধারণ নিয়ে বেশ বেকায়দায় ছিল কাতার। এ নিয়ে পশ্চিমাদের ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছিল মুসলিম প্রধান এই দেশটিকে।
খেলাধুলাফুটবলফিফা বিশ্বকাপ ২২
আরো পড়ুন