জাতীয়
পুলিশের হাত থেকে বাঁচতে লিঙ্গ পরিবর্তন!
ছদ্মনামে ফেসবুক পেজ খুলে কুয়েতের ভিসা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ড জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. শরিফুল ইসলাম, আবরার জাওয়ার তন্ময় ওরফে রেজাউল করিম রেজা ওরফে হৃদি মাহাজাবিন ও আহিয়ান শিশির ওরফে কামরুজ্জামান শিশির। তাদের মধ্যে আবরার জাওয়ার তন্ময় ও কামরুজ্জামান শিশির ট্রান্সজেন্ডার। প্রতারণার উদ্দেশ্যে তারা লিঙ্গ পরিবর্তন করে হৃদি মাহাজাবিন থেকে আবরার জাওয়ার তন্ময় ওরফে রেজাউল করিম রেজা এবং শারমিন থেকে কামরুজ্জামান শিশিরের পরিচয় ধারণ করতেন। ডিবির নিবিড় তদন্তে তাদের প্রকৃত পরিচয় উদ্ধার হয়। ডিএমপির গুলশান থানায় করা মামলায় শরিফুলসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এ তিনজনকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪০টি পাসপোর্ট, নয়টি জাল ভিসা, জাল বিএমইটি কার্ডের ফটোকপি, প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করে ডিবি ওয়ারী বিভাগ। ডিবি জানিয়েছে, এ চক্রটি এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের সঙ্গে প্রতারণা করে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, শুক্রবার (৮ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষংছড়ি ও ঢাকার ভাটারা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।