এবার ন্যান্সি পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা জারি
আন্তর্জাতিক
এবার ন্যান্সি পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা জারি
সম্প্রতি মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার ( ৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে  এ তথ্য জানানো হয়েছে।
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তাইওয়ান সফরের মাধ্যমে ন্যান্সি পেলোসি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছেন । তিনি চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে নিদারুনভাবে অবমূল্যায়ন করেছেন। পেলোসির সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রেখেছিল চীন। তবে পেলোসি এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন। বৃহস্পতিবার ( ৪ জুলাই) পেলোসির সফরের জেরে ২২টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমায় পাঠায় চীন। পাশাপাশি তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বেইজিং। ১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রচীনতাইওয়ান
আরো পড়ুন