খালেদা জিয়ার জীবন রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করব: ফখরুল
জাতীয়
খালেদা জিয়ার জীবন রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করব: ফখরুল
খালেদা জিয়ার জীবন রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করব: ফখরুল
খালেদা জিয়ার জীবন রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করব: ফখরুল

দেশের স্বাধীনতায় খালেদা জিয়ার অবদান রয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেত্রীর (খালেদা জিয়া) জীবন রক্ষার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করব। আসুন সেভাবে আমরা প্রস্তুতি নেই, সেভাবে কাজ করি। ফখরুল বলেন, এই নেত্রীর যে অবদান তাকে অপমান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে চিকিৎসকরা বলছেন তার দেশের বাইরে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। তারা বলছেন তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। আমরা আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা হোক, এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।

জাতীয়রাজনীতিমির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি
আরো পড়ুন