বিএনপির আন্দোলনের দৈর্ঘ-প্রস্থ জানালেন ওবায়দুল কাদের
জাতীয়
বিএনপির আন্দোলনের দৈর্ঘ-প্রস্থ জানালেন ওবায়দুল কাদের
বিএনপির পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পৃথিবী আরও ছোট হয়ে যাবে। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিদ্মিক নিউজ
রিদ্মিক নিউজ
ওবায়দুল কাদের আরও বলেন, প্রথমে বিএনপির মিছিল দৈর্ঘ্য-প্রস্থে বড় ছিল। এখন প্রস্থ বড় হয়ে, দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। বিএনপির এই নীরব মিছিল দৈর্ঘ্যে কম, প্রস্থে বেশি। তার মানে কর্মী কমে গিয়ে নেতায়-নেতায় প্রস্থ বেড়ে যাচ্ছে। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদের ৬টি আসন আপনাদের ছিল। আপনারা পদত্যাগ করে যে কত বড় ভুল করেছেন, এটা যত দিন যাবে, ততই অনুধাবন করতে পারবেন। বিএনপি নির্বাচন করা ছাড়েনি মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি অভিযোগ করে এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না। তারা বিদেশিদের কাছে নালিশ করে। অথচ প্রতিটি নির্বাচনে ঘোমটা পরা স্বতন্ত্র প্রার্থী প্রকাশ্যে আসে। এই ঘোমটা পরা প্রার্থী হচ্ছে বিএনপির প্রার্থী।  
জাতীয়রাজনীতিআওয়ামী লীগবিএনপি
আরো পড়ুন