আন্তর্জাতিক
এবার মলদোভায় রুশ আক্রমণের আশঙ্কা, ফ্লাইট বন্ধের ঘোষণা
ইউক্রেন ও রোমানিয়ার প্রতিবেশী মলদোভায় ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে স্বল্প ব্যয়ে বিমান সেবা দানকারী প্রতিষ্ঠান উইজএয়ার। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি জানিয়েছে, মলদোভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ মার্চ থেকে তার আর মলদোভায় কোনো ফ্লাইট পরিচালনা করবে না।

ছবি: ইন্টারনেট
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উইজএয়ার এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মলদোভার আকাশসীমাকে আমরা নিরাপদ বলে বিবেচনা করছি না। তাই আগামী ১৪ ই মার্চ থেকে চিসিনাউতে সমস্ত ফ্লাইট স্থগিত করা হবে।’ প্রতিষ্ঠানটি সাম্প্রতিক ঘটনাবলী বলতে কি বুঝিয়েছে তা স্পষ্ট করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, মলদোভায় রুশ আক্রমণের আশঙ্কা থেকে এমনটা করা হতে পারে। মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেছেন, রাশিয়া গোয়েন্দাদের ব্যবহার করে তার দেশে জনগণের মধ্যে আন্দোলনকে উসকে দিচ্ছে। তবে তার আগে পুতিন অভিযোগ করেছিলেন, ইউক্রেন মলদোভায় থাকা রুশ ঘাঁটিতে আক্রমণ চালাতে পারে। তার এ দাবির পর আশঙ্কা আরও পোক্ত হয় যে, রাশিয়া কি তবে মলদোভাকেও ক্রিমিয়ার মতো সংযুক্ত করে নেবে?