অর্থনীতি
চিনির শুল্ক কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের
চিনির বাজার স্বাভাবিক করতে এবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শুল্ক কমানোর সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে শিগগিরই চিনির ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে। দেশের চিনির বাজার এখনও অস্থির। বাজারে প্যাকেটজাত চিনি নেই বললেই চলে।

ছবি: ইন্টারনেট
রমজানের আগে বাজারে চিনির দামের লাগাম টেনে ধরতে শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে চিঠি পেয়ে হিসাব কষছে এনবিআর। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই চিনির শুল্ক কমানোর ঘোষণা আসবে। নাম প্রকাশ না করার শর্তে এক রাজস্ব কর্মকর্তা বলেন, চিনির শুল্ক কমানোর জন্য চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। বর্তমানে এ বিষয়ে কাজ চলছে। শিগগিরই হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারে জন্য এনবিআরে চিঠি দেয়া হয়েছে। এনবিআর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।