সেপটিক ট্যাংকি পরিষ্কারে নেমে দুইজনের মৃত্যু
সারাদেশ
সেপটিক ট্যাংকি পরিষ্কারে নেমে দুইজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্বপাড়া বউবাজার এলাকায় শামসুল হকের সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন।
নিহতরা হলেন- কুড়িগ্রামের বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার রশিদ মিয়ার ছেলে শাহীন (৩০) ও একই জেলার রাজারহাটের নাজিম খাঁ এলাকার মাহবুব (৩৫)। আহত হলেন পূর্বপাড়া এলাকার মুনার বাড়ির ভাটিয়া মহসিন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শাহীন ও মাহবুব সেপটিক ট্যাংকির ভিতরে নামেন। সেপটিক ট্যাংকির ভিতরে গ্যাসের রাসায়নিক ক্রিয়ায় শাহীন ও মাহবুব সেপটিক ট্যাংকির ভিতরে দম বন্ধ হয়ে মারা যান। এ সময় তাদের উদ্ধার করতে এসে মহসিন আহত হন। মহসিনকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পরে ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংকির ভিতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইখতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাদেশগাজীপুর
আরো পড়ুন