বিনোদন
প্রতীক পেয়ে যে হুঁশিয়ারি দিলেন হিরো আলম
বগুড়ার শূন্য দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীক নিয়ে লড়বেন মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তার হাতে প্রতীক তুলে দেন। এবার তিনি একতারা প্রতীক পেয়েছেন।

ছবি: ইন্টারনেট
হিরো আলাম সাংবাদিকদের বলেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে যদি কোনো প্রকার হামলা হয় তাহেল পাল্টা হামলা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা মেনে নেবো না।’ আলম আরও বলেন, ‘এবার আমাদের কেউ হামলা করলে তার জবাব আমরা দিব। নেতাকর্মীও বেশি রয়েছে তাই ভয়ের কিছু নেই। ২০১৮ সালের নির্বাচনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই নির্বাচনে আমরা অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সাধারণ জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়াবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে আমি আশা করছি।’