২০ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা
সারাদেশ
২০ যাত্রী নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা
মাদারীপুরে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষকে দায়ী করে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ।
বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে রোববার (১৯ মার্চ) রাতে শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, রোববার ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের নিচের আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।
সারাদেশদুর্ঘটনামাদারীপুর
আরো পড়ুন