৩ কারণে মাদারীপুরে ঘটে মর্মান্তিক বাস দুর্ঘটনা
সারাদেশ
৩ কারণে মাদারীপুরে ঘটে মর্মান্তিক বাস দুর্ঘটনা
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ১৯ বাসযাত্রী নিহতের ঘটনায় জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। ওই প্রতিবেদনে তিনটি কারণে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে ওই প্রতিবেদন জমা দেয়া হয়। মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ‘আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছি এবং বাসটির ছিন্নভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। এতে এই মর্মান্তিক দুর্ঘটনার তিনটি কারণ ধরা পড়েছে। সেগুলো হলো–ইমাদ পরিবহনের ফিটনেস ও চালককের লাইসেন্স না থাকা, বেপরোয়া গতি ও বৃষ্টিতে মহাসড়কে পিচ্ছিল থাকা এ দুর্ঘটনার অন্যতম কারণ।’ 
এর আগে ১৯ মার্চ এ দুর্ঘটনার সঠিক কারণ জানতে মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। তদন্ত কমিটির সদস্য হলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির (পিপিএম), বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসানাত-ই-রাব্বি ও মাদারীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন। এ ছাড়াও বুয়েটের একটি প্রতিনিধি দল তদন্ত চালায়। একই দিন রাতে এ দুর্ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষকে দায়ী করে শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন শিবচর হাইওয়ে পুলিশ সার্জেন্ট জয়ন্ত সরকার।
সারাদেশদুর্ঘটনামাদারীপুর
আরো পড়ুন