কোনো টাকা ছাড়াই চাকরি পেয়ে আত্মহারা ২৭ হাজারের অধিক শিক্ষক
চাকরি
কোনো টাকা ছাড়াই চাকরি পেয়ে আত্মহারা ২৭ হাজারের অধিক শিক্ষক
আমাদের মত গরীব ছেলে-মেয়েদের ফ্রিতে চাকরি দিয়েছে সরকার। কোনো ধরনের পয়সা ছাড়াই শিক্ষক হতে পেরেছি এর চেয়ে জীবনে আর কী পাওয়ার আছে। গতকাল বুধবার ৪র্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত ‍সুপারিশপ্রাপ্ত হয়ে আত্মহারা হয়ে কথাগুলো বলছিলেন এ এম শাকিল সোহেল নামের এক হবু শিক্ষক।
 সোহেলের মত আরও ২৭০৭৩ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে সরকার। এক্ষেত্রে তাদের এক পয়সাও গুনতে হয়নি। সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে সরকারি সংস্থা এনটিআরসিএ। পঞ্চগড়ের সুপারিশপ্রাপ্ত রাজিকুল ইসলাম বলেন, আমার বাবা একজন দিনমজুর। আমি সহকারি মৌলভীতে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এই চাকরি পেতে আমার এক টাকাও ঘুষ দিতে হয়নি। মেধার ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে চাকরিটি পেয়েছি। টাকা দিয়ে এ চাকরি করা আমার মত গরীবের জন্য সম্ভব না। কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের। 
একইভাবে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপত্র পেয়ে আসলাম মোল্ল্যাহ বলেন, যদিও নিয়োগপত্র পেতে অনেক সময় লেগে গেছে, এতে অনেকে মানসিকভাবে হতাশ হয়ে মানবেতর জীবনযাপন করেছে কিন্তু কোনো ধরনের টাকা ছাড়াই নিয়োগ পেয়ে অনেক বড় কিছু পাওয়া মনে হচ্ছে। কেননা এই প্রতিযোগিতার বাজারে হাজারও বেকারের মধ্যে কোনো ঘুষ ছাড়াই চাকরি পাওয়াটা আমাদের মত হতদরিদ্র পরিবারের জন্য স্বপ্নের মত। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসিএ। এরআগে আইনি জটিলতাসহ নানা কারণে দফায় দফায় চূড়ান্ত সুপারিশের সময় পিছিয়ে যায়।
 ১৬তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২৩ মে ২০১৯ সালে। একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগাতে অনেক চাকরিপ্রত্যাশীর বয়স শেষ হয়ে যাচ্ছে। এতে করে চরম বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করলে হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য বড় সুযোগ। এতে অনেক বেকারের জন্য প্রত্যাশিত চাকরি পাওয়া সহজ হবে। 
চাকরি
আরো পড়ুন