জাতীয়
এডিস মশার কামড়ে মৃত্যু বেড়ে ২৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৬ জন। বুধবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিদ্মিক নিউজ
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮ জন এবং ঢাকার বাইরের ৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬১ হাজার ৭৫৫ জন। উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।