শিক্ষা
৪১১ শিক্ষা ক্যাডারের কর্মকর্তার জন্য দুঃসংবাদ
সিনিয়র স্কেলে পদোন্নতি পরীক্ষা থেকে শিক্ষা ক্যাডার ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রি-অ্যাপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের প্রার্থীতা বাতিল করা হয়।

ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্টে সিনিয়র স্কেল পদোন্নতির পরীক্ষায় শিক্ষা ক্যাডারের প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার একটি মামলা নম্বর ৫৫২/২০২২-এর গত ৬ ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর প্রি-আপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
তাদের মধ্যে হিসাববিজ্ঞানের ৩৫ জন, আরবির ২ জন, বাংলার ৩১ জন, ব্যাংকিং ও ফিন্যান্সের ২ জন, উদ্ভিদ বিজ্ঞানের ১৮ জন, রসায়নের ২৫ জন, কম্পিউটার সায়েন্সের ১ জন, অর্থনীতির ৩৮ জন, শিক্ষার ৪ জন, ইংরেজির ৪৯ জন, ভূগোলের ১১ জন, ইতিহাসের ১৫ জন, ইসলাম শিক্ষার ৭ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২৬ জন, ব্যবস্থাপনার ৪৩ জন, গণিতের ৬ জন, দর্শনের ২৮ জন, পদার্থবিজ্ঞানের ২৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ২৮ জন, মনোবিজ্ঞানের ১ জন, সমাজকল্যাণের ১২ জন, পরিসংখ্যানের ৫ জন, প্রাণিবিদ্যার ২৬ জন ও কৃষি বিজ্ঞানের ২ জন শিক্ষা ক্যডারভুক্ত সরকারি কলেজ শিক্ষক রয়েছেন।