৮৬ রানে হারল টাইগাররা
খেলাধুলা
৮৬ রানে হারল টাইগাররা
চাইলে এ বলটিকে বাউন্ডারির বাইরে পাঠাতেই পারতেন মাহমুদউল্লাহ। ছেড়ে দিলে নিশ্চিত ওয়াইড হতো। অথচ পার্ট টাইমার কোল ম্যাকনকির সে বলটি মাহমুদউল্লাহ মারলেন সরাসরি ফাইন লেগে থাকা ফিল্ডারের হাতে! সেটিও আবার ৪৯ রানে দাঁড়িয়ে থেকে।
 উইকেট পাওয়ার পর ম্যাকনকির হাসিই বলছিল, এ উইকেট আশা করেননি তিনি কোনোভাবেই! মাহমুদউল্লাহর ৭৬ বলের ইনিংস শেষ এখানেই। হয়ত সে সঙ্গে শেষ বাংলাদেশের আশাও। জয়ের জন্য এখনো প্রয়োজন ১০৬ রান। বাকি ৩ উইকেট।  কঠিন চাপের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯২ রানেই স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। বিশেষ করে ইশ সোধির ঘূর্ণিতেই নাকাল বাংলাদেশের ব্যাটাররা। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয় ও তামিম ইকবাল।

তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ বিপর্যয়ের মুখেও দুর্দান্ত শুরু করেছেন। ৩৩ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর সঙ্গে ১৬ রানে ব্যাটিং করছেন শেখ মাহেদি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৫ উইকেটে ১২৭ রান। নিউজিল্যান্ডের ২৫৪ রান তাড়া করতে নেমে পারলেন না তামিমও। ইশ সোধির বলে উইকেটের পিছনে টম ব্লান্ডলের হাতে ক্যাচ দিয়ে বসেন ড্যাশিং এই ওপেনার। এতে দলীয় শতকের আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৮০ দিন পর ব্যাট হাতে নেমে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম।
খেলাধুলা
আরো পড়ুন