কাতার বিশ্বকাপ: ম্যাচের আগে সার্বিয়ার ক্যাম্পে ড্রোন পাঠালো ব্রাজিল!
খেলাধুলা
কাতার বিশ্বকাপ: ম্যাচের আগে সার্বিয়ার ক্যাম্পে ড্রোন পাঠালো ব্রাজিল!
মরুর দেশ কাতারে বসেছে বিশ্বকাপের ২২তম আসর। এখন পর্যন্ত একাধিক ঘটনাবহুল ম্যাচ দেখেছে বিশ্ব। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লুসাইল স্টেডিয়ামে সেলেসাওদের প্রতিপক্ষ সার্বিয়া। মাঠে গড়ানোর আগেই ম্যাচটি নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। এবার ব্রাজিলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
তারা নাকি গুপ্তচর পাঠিয়ে সার্বিয়ার ট্রেনিং ক্যাম্প থেকে তথ্য সংগ্রহ করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। যুদ্ধের ময়দানে গুপ্তচর পাঠিয়ে প্রতিপক্ষের খুঁটিনাটি জানার বিষয়টা তো বহুল প্রচলিত। ফুটবলের ময়দানেও চলে গোয়েন্দাগিরি। ২০ বছর যাবত হেক্সা মিশনে মরিয়া ব্রাজিল এবার শিরোপাটা জিততে চায় যে কোন মূল্যে। তাই বলে ড্রোন পাঠিয়ে গোয়েন্দাগিরি! গুজব যদি সত্যি হয়ে থাকে তবে সার্বিয়ার বিপক্ষে এটাই করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও এই খবর বিশ্বাস করেননি সার্বিয়ার কোচ দ্রাগান স্তয়কোভিচ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।'
খেলাধুলাফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২২
আরো পড়ুন