১৮ মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় যুবকের ১২৯ বছরের কারাদণ্ড!
আন্তর্জাতিক
১৮ মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় যুবকের ১২৯ বছরের কারাদণ্ড!
১৮ মাসের শিশুসহ একাধিক শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ এই যুবকের বিরুদ্ধে। এই অপরাধে অস্ট্রেলিয়ার এক নাগরিককে ১২৯ বছরের কারাদণ্ড দেয়া হলো ফিলিপিন্সে। এই মুহূর্তে শিশুদের উপরে হওয়া যৌন নির্যাতনের ঘটনায় কার্যত ‘হটস্পট’ হয়ে উঠেছে ফিলিপিন্স। এই পরিস্থিতিতে এই অপরাধে এই সাজা দেয়া হল অপরাধীকে।
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
ওই লোক ইতোমধ্যেই ধর্ষণ ও নারীপাচারের অপরাধে যাবজ্জীবন সাজা খাটছে। জানা গেছে, অপরাধীর নাম পিটার জেরার্ড স্কালি। তার বিরুদ্ধে ৬০টি অপরাধের অভিযোগ রয়েছে। যার মধ্যে শিশু পর্নোগ্রাফি, শিশু নিগ্রহ থেকে ধর্ষণের মতো নানা অপরাধ রয়েছে। সে একা নয়, সাজা পেয়েছে তার বান্ধবী লাভলি মার্গাল্লোও। তাকেও ১২৬ বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত। ২০১৫ সালে গ্রেপ্তার হয় স্কালি। ২০১১ সালে সে অস্ট্রেলিয়া থেকে পালায় দুর্নীতির মামলা থেকে বাঁচতে। তারপর এখানে এসে সাইবার সেক্সের ব্যবসা খুলে বসে। দরিদ্র পরিবারের কিশোরীদের অর্থ উপার্জনের লোভ দেখিয়ে তাদের সঙ্গে যৌন মিলন করে সেই ভিডিও তুলত সে। তারপর সেই ভিডিও জার্মানি, ব্রাজিল বা আমেরিকার মতো দেশে বিক্রি করত। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
১৮ মাসের এক শিশুসহ একাধিক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার পর ভাড়াবাড়ির মেঝেতে পুঁতে রেখেছিল সে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে ধরা পড়ে স্কালি। আগেই যাবজ্জীবন সাজার রায়ের পর এবার ১২৯ বছর জেল খাটার সাজা পেল সে। তার অন্য দুই সঙ্গীকে ৯ বছরের কারাবাসের সাজা দেয়া হয়েছে। উল্লেখ্য, দারিদ্র, ইন্টারনেটের সহজলভ্যতা ও নানা আর্থ-সামাজিক কারণে ফিলিপিন্সে লাফিয়ে বাড়ছে শিশু নিগ্রহের মতো অপরাধ। এদিন রায় ঘোষণার পরে বিচারকের আশা, এই সাজা সমস্ত ধর্ষক ও অন্য অপরাধীদের কাছে কড়া বার্তা। এই রায়কে ‘বড় জয়’ বলছেন নির্যাতিতাদের পরিবারগুলো।
আন্তর্জাতিকধর্ষণ ও নির্যাতনঅস্ট্রেলিয়াফিলিপাইন
আরো পড়ুন