খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষীর অনুমতি পেলেন এফবিআই ও কানাডা পুলিশের তিনজন
জাতীয়
খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষীর অনুমতি পেলেন এফবিআই ও কানাডা পুলিশের তিনজন
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় আসার অনুমতি পেলেন এফবিআই ও কানাডা পুলিশের তিনজন। ১০ অক্টোবরের পর যেকোন দিন তাদের ঢাকায় আসতে সমন জারি করা হবে বলে জানিয়েছেন দুদক আইনজীবী। 
রোববার (১৭ সেপ্টেম্বর) কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এর আগে এ মামলায় সাক্ষ্য দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (এফবিআই) একজন ও কানাডিয়ান রয়েল মাউনটেড পুলিশের ২ জনের পূর্ণাঙ্গ ঠিকানা আদালতে জমা দেয় দুর্নীতি দমন কমশিন (দুদক)। এদিকে বিদেশি সাক্ষী আনার বিষয়ে আপত্তি জানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে বিদেশি তিন সাক্ষীকে সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকায় আসার অনুমতি দেন আদালত।
জাতীয়রাজনীতি
আরো পড়ুন