
পৃথিবীর মানচিত্রে এমন এক অদ্ভূত গ্রাম আছে যেখানে দোতলা বাড়ি বানানো নিষেধ। ৭০০ বছর ধরে এই এলাকায় দোতলা বাড়ি তৈরি করেননি এলাকাবাসীর কেউ। ভারতীয় গণমাধ্যম আননন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র এই গ্রামটির নাম উদসর। এটি ভারতের রাজস্থানের চুরু জেলার সর্দার শহরের অন্তর্গত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রামটিতে কেউ দোতলা বাড়ি বানালেই সে পরিবার তছনছ হয়ে যাবে। আর সেই বিশ্বাস থেকেই ৭০০ বছর ধরে কেউ দোতলা বাড়ি বানাননি। স্থানীয়দের দাবি, ৭০০ বছর আগে গ্রামে গোমিয়া নামে এক ব্যক্তি ছিলেন। একদিন গ্রামে ডাকাতরা হামলা চালায়। একমাত্র গোমিয়াই ডাকাতদলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ডাকাতদের সঙ্গে লড়াই করার সময় আহত হন। কোনো ক্রমে পালিয়ে গ্রামেই তার শ্বশুরবাড়ির দোতলায় আশ্রয় নেন গোমিয়া। কিন্তু ডাকাতরাও তাকে অনুসরণ করে তার শ্বশুরবাড়িতে হাজির হয়। সেখানে লড়াই শেষে গ্রামের সীমানায় গোমিয়ার শ্বশুরবাড়িতেই তাকে গলা কেটে হত্যা করে ডাকাতরা। স্বামীর মৃত্যুতে প্রায় পাগলের মতো অবস্থা হয় তার স্ত্রীর। গোমিয়ার মৃত্যুর পর তার স্ত্রী নাকি অভিশাপ দিয়েছিলেন এই গ্রামে কেউ দোতলা বাড়ি বানালে সেই পরিবারে বিপদ নেমে আসবে। সেই বিশ্বাসই চলছে ৭০০ বছর ধরে।