খেলাধুলা
প্রথম টেস্টে খেলবেন সাকিব

বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান করোনামুক্ত হলেও প্রথম টেস্ট খেলবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। গতকাল টিমের সাথে যোগ দিয়ে হোটেলে ওঠার পর শনিবার (১৪ মে) সকালে অনুশীলনেও নেমেছেন তিনি। মাঠ দেখেছেন, কথা বলেছেন কোচদের সঙ্গে। তবু সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা নিয়ে সংশয় দূর হচ্ছিলো না। তবে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব। টাইগার অধিনায়ক বলেন, 'অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। এরপর প্রথম টেস্টে সাকিবের খেলার খবর নিশ্চিত করে মুমিনুল বলেন, হ্যাঁ, সাকিব ভাই খেলবেন।'