পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকা অনুমোদন
শিক্ষা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার কোটি টাকা অনুমোদন
২০২২-২৩ অর্থবছরে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যয় নির্বাহে প্রায় ১০ হাজার ৫১৬ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি। বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকা। ইউজিসি’র জন্য বরাদ্দ ৭১ কোটি ৬৭ লাখ টাকা। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় সোমবার (১৬ মে) এ বাজেট অনুমোদিত হয়। সভায় ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসি অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।
শিক্ষাসরকার
আরো পড়ুন