বদলিকালে থানার এসি খুলে নেওয়ায় ওসিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ
সারাদেশ
বদলিকালে থানার এসি খুলে নেওয়ায় ওসিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ
টাঙ্গাইলে বদলির আদেশ পাওয়ার পর থানার এসিসহ আসবাবপত্র খুলে নেওয়ার ঘটনায় বদলিকৃত ওসিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পুলিশ সুপারের (কালিহাতী সার্কেল) কার্যালয়ে ডাকা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে ভূঞাপুর থানার বদলিকৃত ওসি ফরিদুল ইসলাম, পুলিশ সদস্য উদয় চন্দ্র রায়, পুলিশের সোর্স আরিফ খান ও ভ্যানচালক টুটুলকে জিজ্ঞাসাবাদের জন্য নিজ কার্যালয়ে ডাকেন সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল হক।
সহকারী পুলিশ সুপার শরিফুল হক (কালিহাতী সার্কেল) বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সেই আলোকে বদলিকৃত ওসিসহ যাদের নাম সংবাদমাধ্যমে এসেছে তাদের কথা শোনার জন্য ডাকা হয়েছিল।
সারাদেশটাংগাইল
আরো পড়ুন