বিনোদন
‘আপত্তিকর’ ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন রাশমিকা
ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি ফেক, তবে এক দেখায় বোঝা কঠিন।

এদিকে সোমবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) একটি পোস্ট দিয়েছেন রাশমিকা।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমাকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক। সত্যি বলতে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়; বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’ অভিনেত্রী তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আজ একজন নারী এবং একজন অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। যারা আমার এই সময়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এ ঘটনা যদি আমার স্কুল বা কলেজে পড়াকালীন ঘটত, তবে এই অবস্থা আমি কীভাবে সামাল দিতাম, তা কল্পনাও করতে পারছি না।’
রাশমিকার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা য়ায়, কালো পোশাক পরিহিত একজন লিফটে প্রবেশ করছে। পরনে কালো রঙের পোশাক হলেও সেটি দেখতে কুরুচিকর। বক্ষবিভাজিকা যেমন স্পষ্ট, তেমনই আবার শরীরের অন্যান্য স্পর্শকাতর অঙ্গও খানিকটা স্পষ্ট।