প্রথম রোজায় আকাশে আরবি হরফের মত চাঁদ
প্রযুক্তি
প্রথম রোজায় আকাশে আরবি হরফের মত চাঁদ
প্রথম রোজার ইফতারের পরই আকাশে সবার চোখ আটকে যায় রহস্যময় চাঁদ দেখে। চাঁদ ও ওই আলোকবিন্দুর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে নেটিজেনরা। অনেকেই ক্যাপশনে লিখেছেন, ‘এটি দেখতে ঠিক আরবি হরফ ‘বা’ এর মতো। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশে আকাশে চাঁদের নিচে আলোকবিন্দুটি দেখা যায়। এ সময় অনেকেই চাঁদ দেখতে ঘর থেকে বাইরে চলে আসেন। চাঁদের এ ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিনব এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এ চাঁদ নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুজব।সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার আকাশে প্রতিদিনের মতো চাঁদ ওঠে। কিন্তু চাঁদের নিচে লাগোয়া আরেকটি আলোকবিন্দু জ্বলজ্বল করতে দেখা যায়। তবে, কয়েক মিনিট পরে তা আবার হারিয়ে যায়।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মহাজাগতিক এ বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, গত ১ মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। বিভিন্ন দেশে রাতের আকাশেই দেখা মিলছে এ বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউ ওয়েদার বলছে, পৃথিবীর দুই প্রতিবেশী গ্রহ শুক্র ও মঙ্গল একে অপরের সবচেয়ে নিকটে আসতে চলেছে। একই সঙ্গে এক সারিতে দেখা যাবে শুক্র-মঙ্গল ও চাঁদকে। এমন ঘটনাকে ‘প্ল্যানেটরি কনজাংশন’ বলে আখ্যা করেছেন বিজ্ঞানীরা।

পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এমন মহাজাগতিক রোমাঞ্চকর দৃশ্য। পৃথিবী থেকে দুটি গ্রহকে তারার মতো দেখা গেলেও বোঝা যাবে দুটি গ্রহ কাছাকাছি চলে এসেছে। আগামী ২৬ মার্চ, মঙ্গল ও শুক্র গ্রহ নিজেদের কক্ষপথ থেকে সবচেয়ে কম দূরত্বে ও একই সারিতে অবস্থান করবে। ওই দিন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দুটি গ্রহ দৃশ্যমান হবে।
প্রযুক্তিএক্সক্লুসিভ
আরো পড়ুন