কায়া-রাজার শতরানের জুটিতে ছুটছে জিম্বাবুয়ে
খেলাধুলা
কায়া-রাজার শতরানের জুটিতে ছুটছে জিম্বাবুয়ে
শুরুর দুই ওভারে দুই উইকেট হারানোর ধাক্কা; এরপর জিম্বাবুয়ে সামলে উঠলেও রানআউটে তৃতীয় উইকেট জুটি ভাঙে। এরপর ইনোসেন্ট কায়া ও সিকান্দার রাজার শতরানের জুটিতে এগোচ্ছে তারা।
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
জিম্বাবুয়ে ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রাটে ব্যাট করছে। ক্রিজে থাকা কায়া ৭৪ রানে খেলছেন। তার সঙ্গী সিকান্দার রাজা করেছেন ৬৩ রান। তারা ১০৮ রান যোগ করেছেন। ওয়েলসি মেধেভেরে ১৯ করে রান আউট হয়েছেন। এর আগে রেগিস চাকাভা ২ রানে ফিজের বলে বোল্ড হয়েছেন। শরিফুলের বলে তারিসায় মুসাকান্দা ফিরেছেন ৪ রানে।  জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২ উইকেটে ৩০৩ রান করেছে টাইগাররা। 
খেলাধুলাক্রিকেট
আরো পড়ুন