সারাদেশ
অর্ধশতাধিক মানুষকে কামড়ানো সেই কুকুরকে হত্যা
মাদারীপুরের কালকিনি উপজেলায় একদিনে প্রায় অর্ধশতাধিক মানুষকে কামড়ানো সেই পাগলা কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। এ খবরে আতঙ্কিত সব মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত রোববার দিনব্যাপী উপজেলার আলিনগর ইউনিয়ন, লক্ষ্মীপুর-পখিকা, কাষ্টগড়, কালিগঞ্জ, রাজদী, কাশিমপুর ও কৃষ্ণনগর এলাকাসহ বেশ কয়েকটি গ্রামের শিশু, নারী পুরুষসহ অর্ধশতাধিক লোকজনকে একটি বেওয়ারিশ কুকুর ঘুরে ঘুরে আক্রমণ চালায়। এতে কুকুরে কামড়ে গুরুতর আহত হয়ে পড়েন ওই সব লোকজন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল ও কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় উপজেলাজুড়ে কুকুর আতঙ্ক সৃষ্টি হয়। পরে কালকিনি থানা পুলিশ নিরুপায় হয়ে ওই পাগলা কুকুরকে ধরার জন্য বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান অব্যাহত রাখে। একপর্যায়ে ওই পাগলা কুকুরটি পৌর এলাকার চর ঝাউতলাবাসী দেখতে পেয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে।
এলাকাবাসী এমদাত, শাহাদাত ও জুবায়েরসহ বেশ কয়েকজন জানান, আমরা ওই পাগলা কুকুরের আক্রমণের ভয়ে সারাদিন ঘর থেকে বের হয়নি। আমাদের মতো এ উপজেলায় হাজারও মানুষ আতঙ্কে দিন কাটিয়ে ছিল। কিন্তু কুকুরটি মারার খবর পেয়ে সত্যি আমরা শান্তি পেয়েছি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হোসেন জানান, পাগলা কুকুরের কারণে মানুষ চরম আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা প্রত্যেক এলাকায় ওই কুকুর খুঁজে বের করার জন্য তল্লাশি চালিয়েছিলাম।