৩০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিবেন জাহাঙ্গীর
জাতীয়
৩০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিবেন জাহাঙ্গীর
ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় নির্দেশনা পেয়েই ৩০০ গাড়ি নিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিতে যাচ্ছেন বলে জানান তিনি।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ৩০০ গাড়ি প্রস্তুত করা হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
গাজীপুর সিটির সাবেক মেয়র জানান, ৫০০ গাড়িতে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, বুধবার (১২জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জাতীয়রাজনীতিগাজীপুর
আরো পড়ুন