অমর একুশে বইমেলার পর্দা উঠছে বুধবার
জাতীয়
অমর একুশে বইমেলার পর্দা উঠছে বুধবার
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বুধবার (১ ফেব্রুয়ারি)। বর্তমানে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। আর এক দিন পরই সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
বর্তমানে ১১ লাখ ৫০ হাজার বর্গফুটের জায়গায় দিনরাত পরিশ্রমে চলছে স্টল নির্মাণের কাজ। হাতুড়ি, বাটালি, বাইশঠা ও যাবতীয় জিনিসপত্রসহ, সহযোগীকে নিয়ে ব্যস্ত কাঠমিস্ত্রি। নির্মিত হচ্ছে বইয়ের তাক, স্টলের টেবিল, দেয়ালসহ অন্যান্য অনুষঙ্গ। কার স্টল ভালো হবে, তা নিয়েও আছে প্রতিযোগিতা। নির্মাণকর্মীরা জানান, মেলা উদ্বোধন হয়ে যাবে, এজন্য আমরা তাড়াতাড়ি কাজ করছি। দিনরাত সমানে কাজ করছি আমরা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধন করার কথা রয়েছে। তাই আগে ভাগেই স্টলের সব কাজ সারতে চান সবাই। কাজ শেষ হলে তোলা হবে বই। রঙ-তুলির আঁচড়ে নানা বৈচিত্র্য আনছেন শিল্পরা। ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে স্টলে শোভা পাচ্ছে রিকশা আর্টও। এবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৫৯৫টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছে ৯০১টি স্টল। আর প্যাভিলিয়ন আছে ৩৮টি। বাংলা একাডেমির পরিচালক ও বইমেলার সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম জানান, স্টলগুলোতে রো রয়েছে। একটা রো'তে দাঁড়ালে আপনি সবগুলো স্টল দেখতে পারবেন। সহজে খুঁজে পাওয়ার জন্য এভাবে বিন্যস্ত করা হয়েছে।
জাতীয়রাজধানীসরকারসাহিত্য
আরো পড়ুন