জাতীয়
জায়নামাজে বসে কী ফরিয়াদ করেছিলেন হিরো আলম?
তীরে এসে তরি ডুবেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি।

তীরে এসে তরি ডুবেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি। এদিকে ভোটগ্রহণ শুরুর আগে এদিন (১ ফেব্রুয়ারি) ভোরে জায়নামাজে বসে মোনাজাত করার মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। ভোটে জেতার ফরিয়াদ জানাতেই যে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, সেটি তার ক্যাপশনেই স্পষ্ট। হিরো আলম লিখেছেন, ‘হে আল্লাহ, সারা বাংলাদেশের মানুষ আজ তোমার রায়ের অপেক্ষায় আছে। সবার দোয়া তুমি কবুল করো, আমিন।’
এদিকে অল্প ভোটে হেরে হিরো আলম বলেছেন, 'আপনারা আশাহত হবেন না। আবারো ভোটের মাঠে নামবো। এবার ভোটের লড়াই শেষ করেছেন। পর্দায় ফিরে দেশের মানুষকে আবারো আনন্দ দিতে চাই।' উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ঘোষিত ফলাফলে বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে ১১২ কেন্দ্রের ফলাফলে জয়ী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪৩৭ ভোট আর হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৮৪৬ ভোট। যদিও শুরুর একের পর এক কেন্দ্রে চমক দেখাচ্ছিলেন হিরো আলম কিন্তু শেষ পর্যন্ত মশালের কাছে হেরে যান।