২০২২ সালের বিশ্ব বিখ্যাত শীর্ষ ১০০ দামী প্রতিষ্ঠান
আন্তর্জাতিক
২০২২ সালের বিশ্ব বিখ্যাত শীর্ষ ১০০ দামী প্রতিষ্ঠান
যে কোনো ব্র্যান্ডের আর্থিক মূল্য নির্ধারণ করা একটি কঠিন কাজ। কারণ এটি জানতে হলে অবশ্যই কর প্রদান থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে ওই প্রতিষ্ঠানের যাবতীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা দরকার। বর্তমানে সারা বিশ্বেই চলছে মারাত্মক মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকট।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
ভবিষ্যৎ পৃথিবীতে জ্বালানি ছাড়া কী কী সংকট এবং বিপত্তি তৈরি হতে পারে তার একটি উদাহরণ হলো এই বছরটি। একদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অন্যদিকে ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতায় আন্তর্জাতিক বাজারে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তেমন একটা সুবিধা করতে পারছে না। এতে করে অনেক প্রতিষ্ঠানই পড়েছে সংকটে। যাই হোক, ব্র্যান্ড ফাইন্যান্স তার বার্ষিক গ্লোবাল রিপোর্টে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলো চিহ্নিত করেছে। প্রতিবেদনের সর্বশেষ সংস্করণের ডেটা ব্যবহার করে একটি গ্রাফি প্রকাশ করেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট। যা ২০২২ সালের শীর্ষ ১০০ ব্র্যান্ডকে উল্লেখ করে।
সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
চলতি বছর এখন পর্যন্ত ৩৫ শতাংশ প্রবৃদ্ধির সাথে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তালিকায় শীর্ষে রয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ৩৩৫ বিলিয়ন ডলার। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বার শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি। বর্তমানে শুধু আমেরিকায় ৫০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী আইফোন ব্যবহার করেন। 
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
এরপরেই রয়েছে আরও মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফট। তবে এই সময়ে দ্রুত উত্থান হওয়া প্রতিষ্ঠান টিকটক। চীন ভিত্তিক এই প্রতিষ্ঠানটির মূল্যমান ২১৫ শতাংশ বেড়ে দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ডে পরিণত হয়েছে। ২০২৫ সালের মধ্যে টিকটকের স্থায়ী ভোক্তা ১ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। 
সবচেয়ে মূল্যবান খাত
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
গত এক দশকে বিশ্ববাজারে মূল্যমান এবং গুরুত্বের দিকদিয়ে প্রযুক্তি ও পরিষেবা খাতগুলোর অবস্থান হু হু করে বাড়ছে। প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজার রয়েছে এই খাতে। ১৯ শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিডিয়া ও টেলিকম খাত। এটির বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলার। গুগল, ফেসবুক এই খাতের অন্তর্ভুক্ত। কোভিডের মধ্যে এই খাতের পরিধি অনেক বেড়েছে।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
শুধু ২০২১ সালের প্রথম নয় মাসে স্ন্যাপচার্টের দৈনিক ব্যবহারকারী ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। যদিও এখন ফের এটির ব্যবহারকারীর সংখ্যা তলানিতে গিয়ে ঠেকেছে। খুচরা এবং ভোগ্যপণ্যের বাজার এখন ৯১০ বিলিয়নের। সবচেয়ে ছোট বাজার রয়েছে স্বাস্থ্যসেবা খাতে। এখানের বাজার মাত্র ৩৩ বিলিয়নের মধ্যেই উঠানামা করছে। 
মূল্যবান ব্র্যান্ডের পরিধি
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
বিশ্বের ১০০টি শীর্ষ ব্র্যান্ডের মধ্যে ৭৩টিই চীন এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। এছাড়াও ছয়টি দেশ মোট ৯৪ শতাংশ প্রতিষ্ঠানের মালিকানা রয়েছে। ওই দুই দেশ ছাড়াও এই তালিকায় থাকা জার্মানির ৮টি, জাপানের ৭টি দক্ষিণ কোরিয়ার ৩টি এবং যুক্তরাজ্যের ৩টি প্রতিষ্ঠান রয়েছে। এক দশক আগেও এই তালিকায় চীনের মাত্র ছয়টি প্রতিষ্ঠান স্থান পেয়েছিল। আর এখন চীনা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩টি। মজার বিষয় হলো, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে মাত্র ১৪ শতাংশ প্রতিষ্ঠান জায়গা পেয়েছে এই তালিকায়।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
অথচ ১৯৬০-এর দশকে ইউরোপ বিশ্বের মোট জিডিপির প্রায় এক তৃতীয়াংশের জন্য দায়ী ছিল। কিন্তু ২০১৭ সাল নাগাদ তা ১৬ শতাংশে নেমে এসেছে। ডেনভার বিশ্ববিদ্যালয়ের পারডি সেন্টারের পূর্বাভাস অনুসারে, ২১০০ সালের মধ্যে বিশ্বব্যাপী জিডিপিতে ইউরোপীয় ইউনিয়নের অংশ ১০ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট

আন্তর্জাতিকপ্রযুক্তিযুক্তরাষ্ট্রচীন
আরো পড়ুন