আন্তর্জাতিক
পাওয়া গেছে অস্ট্রেলিয়ায় হারানো তেজস্ক্রিয় ক্যাপসুল
অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বলছে যে, তারা একটি ক্ষুদ্র তেজস্ক্রিয় ক্যাপসুল খুঁজে পেয়েছে, যা দুই সপ্তাহ আগে হারিয়েছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরী পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে তারা আক্ষরিক অর্থে ‘খড়ের গাদায় সুই খুঁজে পেয়েছে।’

ছবি: সংগৃহীত
ডিভাইসটি রিও টিন্টোর প্রত্যন্ত কিম্বার্লি অঞ্চলের গুদাই-দারি খনিতে ব্যবহার করা হচ্ছিল। পরিবহনের সময় ওই তেজস্ক্রিয় বস্তুটি হারিয়ে যাওয়ার পর স্কটল্যান্ডের জন ও'গ্রোটস থেকে কর্নওয়ালের ল্যান্ডস এন্ড এবং ওয়াশিংটন ডিসি থেকে অরল্যান্ডো হয়ে ফ্লোরিডা পর্যন্ত সড়কপথে এর অনুসন্ধান চলছিল। খনি কোম্পানী রিও টিন্টো তেজস্ক্রিয় ডিভাইসটি হারানোর জন্য ক্ষমাও চেয়েছিল। তারা বলেছিল, ক্যাপসুলটির ভুল পরিচালনা করা হলে মারাত্মক বিপদ হতে পারে। ক্যাপসুলটির ব্যাস ৬ মিলিমিটার এবং লম্বায় ৮ মিলিমিটার। এতে অল্প পরিমাণে ক্যাসিয়াম-১৩৭ রয়েছে। যা মানুষের জন্য ত্বকের ক্ষতি, পোড়া বা বিকিরণজনিত অসুস্থতার কারণ হতে পারে। জরুরী পরিষেবা সংস্থার কর্মীরা বুধবার (১ জানুয়ারি) ক্যাপসুলটি উদ্ধারের সময় রেডিয়েশন ডিটেক্টরসহ বিশেষ সরঞ্জাম ব্যবহার করেছিল বলে জানা গেছে।