সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে যে সুখবর
জাতীয়
সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে যে সুখবর
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে পেশ করবেন দেশের ৫২তম বাজেট। বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রতিবারের মতো এবারের বাজেটেও থাকছে বিভিন্ন খাতে নানা রকমের বরাদ্দ। এরই ধারাবাহিকতায় প্রশ্ন উঠছে: সরকারি চাকরিজীবীদের জন্য বাজেটে আলাদা কোনো সুখবর থাকছে কি না।
আগামী বাজেটে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা সমন্বয়ের ঘোষণা থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজেট-পরবর্তী সময়ে জাতীয় পে-স্কেলের গেজেটে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা দেয়া হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজেটের পর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের। যেটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকরের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের পঞ্চম এবং শেষ বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।
জাতীয়অর্থনীতিশিক্ষা
আরো পড়ুন