আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে রুশ-মার্কিন ৩ নভোচারী
প্রযুক্তি
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে রুশ-মার্কিন ৩ নভোচারী
রুশ-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছাল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তিন নভোচারী। শনিবার (১৬ সেপ্টেম্বর) উভয় দেশের নভোচারীরা এ যৌথ যাত্রার মাধ্যমে সফলভাবে আইএসএস পৌঁছায়। 
ইউক্রেন আক্রমণ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার মাঝেই শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কাজাখস্থানের বাইকোনুর কসমোড্রোম অঞ্চল থেকে মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে সয়ুজ এমএস-২৪ মহাকাশযান। এতে দুই জন রুশ ও একজন মার্কিন নভোচারী ছিলেন। রাশিয়ার মহাকাশ সংস্থার বিবৃতি থেকে জানা যায়, এ তিন নভোচারী হলেন রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো (৫৯), নিকোলাই চুব (৩৯) এবং নাসার নভোচারী লোরাল ও’হারা (৪০)।

যাত্রার তিন ঘণ্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছায়। সেখানে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানী নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সাথে যোগ দেন। এক্সপিডিশন- ৬৯ নামের এ অভিযানে প্রায় ১ বছর আইএসএস-এ থাকবেন কোনোনেনকো ও চুব। অপরদিকে ও’হারার অবস্থানকাল হবে ৬ মাস। চুব ও ও’হারার এটাই প্রথম মহাকাশযাত্রা।
প্রযুক্তি
আরো পড়ুন