রাজনীতি
আ.লীগ নেত্রীর বাসা থেকে ১২০ ভরি স্বর্ণ, ২০ লাখ টাকা লুট
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় এক দুর্ধর্ষ ডাকাতদল বাসা থেকে নগদ ২০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। শনিবার গভীর রাতে উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের বাসভবনে এ ডাকাতির ঘটনা ঘটে বলে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান।

ছবি: সংগৃহীত
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম গণমাধ্যমকে বলেন, ডাকাতদল তার মা-বোনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনার সময় তিনি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য ঢাকায় ছিলেন। শাহীনা বেগমের ছোটবোন উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত দল বাসার পেছেনের গেটের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাত দল নগদ ২০ লাখ টাকা, ১২০ ভরিরও বেশি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার সময় ওই বাড়িতে তার মা তাহমিনা আক্তার, খালা রোকেয়া বেগম ও মাহমুদা বেগম, খালু এনামুল হক আনসারী, শাহীনার মা আনজু মনোয়ারা বেগম ও বাড়ির গৃহকর্মী শিখা ছিলেন।
রাত আড়াইটার দিকে ৭-৮ জনের ডাকাতদল বাড়ির দেওয়াল টপকে ঢুকে পড়ে। তারপর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা বাসার আলমিরাসহ সবকিছু তল্লাশি করে এবং বাড়ির লোকজনের শরীরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে। সবার মুখে মাফলার এবং হাতে ছুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র ছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি এবং অন্যরা প্যান্ট পরা ছিল। ওসি তরিকুল বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।