সামনের মাসেই বন্ধ হয়ে যাবে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট
প্রযুক্তি
সামনের মাসেই বন্ধ হয়ে যাবে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট
চলতি বছরের ডিসেম্বর মাসেই ডিলিট হতে যাচ্ছে লাখ লাখ নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট। এরই মধ্যে ব্যবহারকারীদের সতর্কতা মেসেজও পাঠাতে শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। 
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছিল গুগল। সে সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, যদি কোনও ব্যক্তি দুই বছর বা তার বেশি সময় ধরে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে গুগল সেসব অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।মে মাসে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি একটি ব্লগ পোস্টে লেখেন, ‘ঝুঁকি কমাতে এ ধরণের পদক্ষেপ নিচ্ছে গুগল।
 যদি কোনও ব্যবহারকারী তার জিমেইল অ্যাকাউন্টে কমপক্ষে ২ বছর সাইন-ইন না করে থাকেন তাহলে গুগল ওয়ার্কস্পেস (জিমেইল,ডক্স, ড্রাইভ,মিট,ক্যালেন্ডার ) এবং গুগল ফটোজ-এর কন্টেন্টসহ জিমেইল অ্যাকাউন্ট ও এর কন্টেন্ট মুছে দেওয়া হবে।’ তিনি আরও লেখেন, ‘এসব নিষ্ক্রিয় অ্যাকাউন্টে প্রায়ই পুরানো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ড দেওয়া থাকে। এগুলোতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও কম ব্যবহার করা হয়; যার ফলে এসব অ্যাকাউন্টের নিরাপত্তা অনেক কম।’
প্রযুক্তি
আরো পড়ুন