কোচের ভুলে ম্যানইউর জালে সিটির গোল বন্যা
খেলাধুলা
কোচের ভুলে ম্যানইউর জালে সিটির গোল বন্যা
ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওয়ালার ম্যানসিটির কাছে ৬-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (২ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ক্রিস্টিয়ানো রোনালদো এবং ক্যাসেমিরোকে ছাড়াই হালান্ড-ফোডেনদের মোকাবেলা করতে নামেন নবাগত ম্যানইউ কোচ টেন হ্যাগ। আর এটিই কাল হয়ে দাঁড়িয়েছে তার। 
ম্যাচের ৮ মিনিটে অসাধারণ গোল করে তরুণ ইংলিশ ফরোয়ার্ড ফোডেন শুরুর বার্তা দেন। প্রথমার্ধে দলকে ৪-০ গোলের লিড এনে দিয়ে ম্যাচ থেকে এক প্রকার ম্যানইউকে বের করে দেন আর্লিং হালান্ড ও ফোডেন। ম্যাচের ৩৪ মিনিটে ও ৩৭ মিনিটে গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে এক গোল শোধ করে ম্যানইউ। গোল করেন ১০০ মিলিয়নের ব্রাজিলিয়ান তারকা অ্যান্তোনি। ৬৬ মিনিটে ফের গোল করে ম্যানসিটি। হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। ম্যানসিটির হয়ে তৃতীয় হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। ৭২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফোডেন। ম্যাচে গোলের যুদ্ধ ওখানেই থামেনি। পরে হারের ব্যবধান কমায় ম্যানইউ। ম্যাচের ৮৪ মিনিটে অ্যান্তোনিও মার্শিয়াল গোল করেন। যোগ করা সময়ে মার্শিয়াল পেনাল্টি থেকে গোল করে হারের ব্যবধান আরও কমান। যোগদানের পর ম্যানসিটি হয়ে সব মিলিয়ে ১১ ম্যাচে ১৬ গোল করলেন হালান্ড।
খেলাধুলাফুটবল
আরো পড়ুন