জাতীয়
নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা, জানুয়ারিতে নির্বাচন
নভেম্বরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। জানুয়ারির শুরুর দিকে ভোট। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়ে তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। সেটা নির্ভর করে দলের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গণমাধ্যমে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিক বার আহ্বান জানিয়েছি এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয়। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সকল প্রস্তুতি একটা একটা করে সম্পন্ন হচ্ছে।