এক জেলার ৭ উপজেলা কর্মকর্তাই নারী
এক্সক্লুসিভ
এক জেলার ৭ উপজেলা কর্মকর্তাই নারী
নাটোর জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ অলংকৃত করে আছেন সাত নারী। পুরুষের পাশাপাশি তারা জেলার মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। নানা প্রতিকূলতা পার করে নাটোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনীলুফা সরকার, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন। ২০২১ সাল থেকে শুরু করে পর্যায়ক্রমে গত বছরের শেষ পর্যন্ত তারা জেলার সাতটি উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। যোগদানের পর নানা প্রতিকূলতা পার করলেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা। আর নারী কর্মকর্তা হিসেবে পেয়েছেন সফলতাও।
এক্সক্লুসিভসারাদেশনাটোর
আরো পড়ুন