লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯, তিনদিনের রাষ্ট্রীয় শোক গ্রিসে
আন্তর্জাতিক
লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯, তিনদিনের রাষ্ট্রীয় শোক গ্রিসে
লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সেনাসহ ৭ গ্রিক স্বেচ্ছাসেবী। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী। এ ঘটনায় দেশটিতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। খবর বিবিসির।
রোববার পূর্ব লিবিয়ার ঐ দুর্ঘটনায় নিহত পাঁচ জনই গ্রিক মানবিক সহায়তা মিশনের সদস্য। আহত হয়েছেন আরও ১৫ জন। যাদের মাঝে সাতজনের অবস্থা সংকটাপন্ন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন লিবিয়ায়। লিবিয়ার গণমাধ্যম জানায়, দুর্গত এলাকায় ত্রাণ সহযোগিতা নিয়ে যাচ্ছিলো একটি বাস। পথে সেটি দুর্ঘটনায় পড়ে। ছড়িয়ে পড়ে আগুন। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় দেরি হয় উদ্ধার কাজে। উত্তর আফ্রিকার দেশটিতে বর্তমানে কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী।
আন্তর্জাতিক
আরো পড়ুন