সারাদেশ
৯ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের
নগরের বাকলিয়ায় থানার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ডি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. ইস্রাফিল (২০), ঠাকুরগাঁও জেলায় নাসিম আলী (২৪) ও মো. রিপন (১৭)।

রিদ্মিক নিউজ
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের আটতলায় কাজ করছিলেন ১০ শ্রমিক। হঠাৎই বাঁশের তৈরি মাচা ভেঙে নিচে পড়ে যান তিন শ্রমিক। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাকিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, কল্পলোক আবাসিক এলাকা নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।