প্রযুক্তি
ফেসবুক ছাড়ছেন জাকারবার্গ!
মেটার সিইও মার্ক জাকারবার্গ পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি দ্য লিক নামের একটি ওয়েবসাইট তাদের এক রিপোর্টে এমন দাবি করেছে। রিপোর্টের তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পদত্যাগ করতে পারেন মেটার সিইও।

ছবি: সংগৃহীত
বলা হচ্ছে, একের পর এক প্রকল্পে ব্যর্থতা জুকারবার্গকে পদত্যাগ করতে বাধ্য করছে। মেটার কমিউনিকেশন বিভাগের প্রধান অ্যান্ডি স্টোনও পদত্যাগ করতে পারেন। রিপোর্টে আরও বলা হয়, মেটাভার্স প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন জাকারবার্গ, কিন্তু লাভের মুখ দেখছেন না। এছাড়া প্রতিনিয়ত লোকসান হচ্ছে প্রতিষ্ঠানের। পাশাপাশি ভিআর প্রকল্পও ব্যর্থ হয়েছে। এদিকে জাকারবার্গের পদত্যাগের বিষয়ে বুধবার মেটার কমিউনিকেশন বিভাগের প্রধান অ্যান্ডি স্টোন এক টুইট বার্তায় বলেন, জাকারবার্গের পদত্যাগের খবর সত্য নয়।