১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
জাতীয়
১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে আড়াইটার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে, সকাল ১০ টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী এক‌টি রি‌লিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেলা সোয়া ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে পড়ে। যার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।
জাতীয়
আরো পড়ুন