গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন বিএনপি নেতা চাঁদ: পুলিশ
জাতীয়
গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন বিএনপি নেতা চাঁদ: পুলিশ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। সে সময় রাজশাহী মহানগর ও জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল রাজশাহী মহানগরের কোনো জায়গায় তিনি পালিয়ে থাকতে পারেন কিংবা আত্মগোপন করতে পারেন। সেই তথ্যের ভিত্তিতে মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে। গাড়ি নিয়ে পালানোর সময় আজ সকাল ১১টায় বেড়ীপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।'

তিনি জানান, রাজনৈতিক দল বিএনপির কর্মসূচি ছিল গত ১৯ মে। তারই অংশ হিসেবে পুঠিয়া থানাধীন বানেশ্বরের কাছে একটি স্কুল মাঠে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে অনেক নেতা বক্তব্য রেখেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদও বক্তব্য রাখেন। অসংখ্য মানুষের সামনে, প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। সেটি বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সারা দেশে এটি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
জাতীয়রাজনীতিপুলিশবিএনপি
আরো পড়ুন