প্রযুক্তি
আবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
আবার বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ক।

বুধবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে তিনি ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। আর্নল্টের এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় মাস্ক তাকে টপকে গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী মাস্কের মোট সম্পদের পরিমাণ এ মুহূর্তে প্রায় ১৯২ বিলিয়ন ডলার। জানুয়ারির পর থেকে টেসলার মূল্যবৃদ্ধির কারণে মাস্কের সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার। অন্যদিকে জানুয়ারির পর ২ হাজার ৪৫০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন বার্নার্ড আর্নল্ট। দ্বিতীয় স্থানে থাকা এই ধনকুবেরের সম্পদের পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এ বছর এলভিএমএইচের শেয়ারের দাম বেড়েছে ১৯ দশমিক ৭ শতাংশ। একই সময়ে টেসলার শেয়ারের দাম বেড়েছে ৬৫ দশমিক ৬ শতাংশ। তাই মাস্কের মোট সম্পত্তিতে বড় লাফ দিয়েছে।