অবশেষে কারামুক্ত হলেন নায়িকা মাহি
বিনোদন
অবশেষে কারামুক্ত হলেন নায়িকা মাহি
দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে মুক্তি মিলল চিত্রনায়িকা মাহিয়া মাহির। শনিবার (১৮ মার্চ) রাত ৮টার কিছুক্ষণ আগে গাজীপুর কারাগার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
গাজীপুর জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম বলেন, ‘আমরা জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কারাফটকে এনেছি। পরে ৭টা ৫০ মিনিটে তার স্বজনরা এলে তাদের হাতে তুলে দেয়া হয়।’ এর আগে বিকেলে মাহির জামিন মঞ্জুর করেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। মাহির আইনজীবী জানান, প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন। রাত ৮টার কিছুক্ষণ আগে চিত্রনায়িকা মাহি মুক্তি পান। এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়। 
বিনোদন
আরো পড়ুন